রবিবার ০৪ মে ২০২৫

সম্পূর্ণ খবর

দেশ | লাগাতার অভিযানে কোমর ভেঙেছে মাওবাদীদের, কেন্দ্রের কাছে এবার এক মাসের যুদ্ধবিরতির আর্জি

RD | ১৯ এপ্রিল ২০২৫ ১৭ : ২৪Rajit Das


আজকাল ওয়েবডেস্ক: গত কয়েকমাসে লাগাতার অভিযানে মাওবাদীদের একাধিক শীর্ষ কমান্ডার নিহত। ভয়ে আত্মসমর্পণ করেছেন বহু। ফলে কোমর ভেঙে গিয়েছে মাওবাদী সংগঠনগুলির। এই পরিস্থিতিতে সরকারের কাছে এক মাসের যুদ্ধবিরতি আর্জি জানিয়ে লিখিত বার্তা দিল মাওবাদীদের উত্তর-পশ্চিম সাব-জোনাল ব্যুরো। শান্তি আলোচনার লক্ষ্যে গত ১৭ এপ্রিল মাওবাদীদের তরফে এই লিখিত বিবৃতি প্রকাশ করা হয়েছে।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ১১ এপ্রিল দান্তেওয়াড়া সফরের ঠিক কয়েকদিন আগে, ৮ এপ্রিল মাওবাদীদের তরফে প্রথম চিঠি প্রকাশ করা হয়। ওই চিঠিতে যুদ্ধবিরতির আর্জি জানানো হয়েছিল। ১১ এপ্রিল অমিত শাহ মাওবাদের বিরুদ্ধে তাঁর দৃঢ় অবস্থান স্পষ্ট করেন। তিনি মাওবাদীদের আত্মসমর্পণ করে মূলধারায় যোগদানের আহ্বান জানান। ছত্তিশগড়ের উপ-মুখ্যমন্ত্রী বিজয় শর্মার বিদ্রোহীদের সঙ্গে শান্তি আলোচনা শুরুর প্রস্তাবের প্রেক্ষাপটে মাওবাদীদের সর্বশেষ আবেদনটি এসেছে।

১৭ এপ্রিলের বিবৃতিতে মাওবাদীরা মুখ্যমন্ত্রী শর্মার প্রস্তাবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে এবং শান্তিপূর্ণ সমাধানের ইঙ্গিত দিয়েছে। তারা জোর দিয়ে বলেছে যে, সরকার এবং মাওবাদী উভয় পক্ষেরই আলোচনার জন্য অনুকূল পরিবেশ তৈরি করা প্রয়োজন। এ জন্য এক মাস সমস্ত সশস্ত্র অভিযান স্থগিত করা উচিত। যুদ্ধবিরতি সংলাপের জন্য উপযুক্ত পরিবেশ তৈরিতে সহায়তা করবে। মাওবাদীদের দাবি, অভিযানের নামে চলা এই হত্যাকাণ্ড অবিলম্বে বন্ধ করা উচিত। বরং সমস্যা সমাধানে মনোযোগ দেওয়া উচিত।

তাদের আর্জির প্রেক্ষিতে মাওবাদীরা মুখ্যমন্ত্রী বিজয় শর্মার প্রতিক্রিয়ার জন্য অপেক্ষা করবে বলে জানানো হয়েছে। 

আলোচনার জন্য নির্ধারিত এলাকায় নিরাপত্তা বাহিনী যাতে হস্তক্ষেপ না করে তা নিশ্চিত করার জন্য মাওবাদীরা সরকারের প্রতি আহ্বান জানিয়েছে। বিবৃতিতে কাঁকের, বিজাপুর এবং সুকমার মতো জেলাগুলিতে চলমান নিরাপত্তা অভিযানের নিন্দা করা হয়েছে। মাওবাদীদের যুক্তি, নিরাপত্তা বাহিনীর অভিয়ান শান্তি চেতনার পরিপন্থী। মাওবাদীরে আরও অভিযোগ যে, তারা প্রাথমিকভাবে সংলাপে আগ্রহ প্রকাশ করার পরেও চিরুনি অভিযান অব্যাহত রয়েছে। ১২ এবং ১৬ এপ্রিল পৃথক ঘটনায় আদিবাসী সাধারণ নাগরিকদের হত্যার কথা বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

সিপিআই (মাওবাদী), মানবাধিকার সংগঠন এবং গণতান্ত্রিক গোষ্ঠীগুলিকে তাদের শান্তির আহ্বানকে সমর্থন করার এবং অর্থপূর্ণ আলোচনার সহায়তার আবেদন করেছে।

কেন্দ্রীয় সরকার ২০২৬ সালের ৩১ মার্চের মধ্যে মাওবাদী নির্মূলের সংকল্প গ্রহণ করেছে। ৫ এপ্রিল দান্তেওয়াড়ায় বস্তার পান্ডুম উৎসবের সমাপ্তি অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সেই সংকল্পের কথা ফের মনে করিয়ে দিয়েছিলেন। সঙ্গে মাওবাদীরে অস্ত্র ত্যাগ করে মূলধারায় যোগদানের আহ্বান জানিয়েছিলেন। মাওবাদী মুক্ত প্রতিটি গ্রামকে এক কোটি টাকা করে দেওয়ার প্রতিশ্রুতি ঘোষণা করেন। এই তহবিল  নকশালদের আত্মসমর্পণে উৎসাহিত করার ক্ষেত্রে সক্রিয় ভূমিকা পালনকারী গ্রামগুলিতে যাবে।

যুদ্ধবিরতি চেয়ে ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রীর উদ্দেশে মাওবাদীদের প্রথম চিঠিতে সরকারের তরফে পালটা প্রতিক্রিয়ায় ইঙ্গিত দেওয়া হয়েছিল মাওবাদীরা যদি শান্তি চায় সেক্ষেত্রে সরকার সদর্থক পদক্ষেপ নেবে। তার ভিত্তিতেই দ্বিতীয় চিঠিতে মাওবাদীদের তরফে জানানো হয়েছে, যুদ্ধবিরতি না হলে মাওবাদীদের বিভিন্ন জোনাল কমান্ডারদের সঙ্গে সাক্ষাৎ করা যাচ্ছে না। বিভিন্ন অঞ্চলের মাও নেতাদের সঙ্গে সাক্ষাৎ করতে গিয়ে নিরাপত্তাবাহিনীর গুলিতে একাধিক নেতার মৃত্যু হয়েছে। যার জেরেই শান্তি আলোচনা সম্পন্ন করতে এক মাসের যুদ্ধবিরতির দাবি জানাল মাওবাদীরা। এই বিষয়ে মানবাধিকার সংগঠনগুলিকেও এগিয়ে আসার আর্জি জানানো হয়েছে মাওবাদীদের তরফে।

এসবের মধ্যেই ১৮ এপ্রিল, 'নকশাল আত্মসমর্পণ পুনর্বাসন নীতি ২০২৫' এবং 'নিয়াদ নেল্লা নার' উদ্যোগের অধীনে সুকমা জেলায় ১৩ জন পুরুষ এবং ৯ জন মহিলা সহ ২২ জন মাওবাদী আত্মসমর্পণ করেন। এর আগে ৩০ মার্চ, পঞ্চাশজন নকশাল বিজাপুর জেলায় আত্মসমর্পণ করে ১৪ জন। এছাড়াও, বহু মাওবাদী সমাজের মূল স্রোতে ফিরতে আত্মসমর্পণের তোড়জোড় চালাচ্ছেন বলে নিরাপত্তা বাহিনী সূত্রে খবর। 


NaxalMaoistChhattisgarh

নানান খবর

নানান খবর

গঙ্গা-যমুনা-সিন্ধু নয়, জানেন ভারতের প্রাচীনতম নদী কোনটি? এখনও বয়ে চলেছে

রাজস্থানে আটক পাক সেনা, সীমান্ত পেরিয়ে ঢুকে পড়েছিলেন ভারত-সীমান্তে

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ও গাড়ির সংঘর্ষ, সজোরে ধাক্কা বাইকেরও, ভয়াবহ দুর্ঘটনা প্রাণ কাড়ল ৬ জনের

'জেনেশুনে আশ্রয় দান...', পাকিস্তানি মহিলাকে গোপনে বিয়ে করায় বরখাস্ত সিআরপিএফ কনস্টেবল মুনির আহমেদ

পাকিস্তানের বিরুদ্ধে আরও এক কড়া পদক্ষেপ ভারতের, বন্ধ হল স্থল-আকাশপথে সব ডাক ও পার্সেল আদানপ্রদান

দিল্লি হাই কোর্টে রামদেবের বিরুদ্ধে নির্দেশ, ‘শরবত জিহাদ’ মন্তব্যে আদালতের ক্ষোভ

প্রথমে বিরোধীতা,সম্মানহানি, পরে জনগণের চাপে মান্যতা!‌ বার বার অবস্থান বদলই বিজেপির প্যাটার্ন, বলছে কংগ্রেস

ভারতে প্রতি বছর ১ লক্ষেরও বেশি লোক আক্রান্ত হচ্ছেন কোলন ক্যান্সারে, এই রোগের প্রাথমিক লক্ষণ কী? 

ভারতের একমাত্র এই ট্রেনেই মেলে তিন-বেলা বিনামূল্যে পেটভরা খাবার! জানেন কোন ট্রেন?

লাভ-জিহাদে অভিযুক্তদের নির্বীজকরণ করা হোক, বিতর্ক উস্কে দাবি মধ্যপ্রদেশের বিজেপি সাংসদের

রাজা, সম্রাট, ছত্রপতি, নবাব, বাদশাহ-র মধ্যে পার্থক্য কী? জেনে নিন

ভারত-পাক উত্তাপে জাফরানের রেকর্ড দাম বৃদ্ধি, এক কেজির দাম পাঁচ লক্ষ!

কাঁপছে ইসলামাবাদ, ভারতের হাত থেকে রক্ষায় এবার রাজস্থান সীমান্তে ঘুঁটি সাজাচ্ছে পাক বাহিনী

‘সকলকে বেছে বেছে জবাব দেওয়া হবে’, পহেলগাঁও কাণ্ডে মুখ খুললেন স্বরাষ্ট্রমন্ত্রী শাহ, কড়া হুঙ্কার

যদ্ধের আবহে ভারতীয় শিখ সেনাদের তাতাতে মরিয়া প্রয়াস খালিস্তানি পান্নুর, পাকিস্তানকে সহায়তার ঘোষণা

সোশ্যাল মিডিয়া